Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড
  • সৈয়দপুর-নীলফামারী সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প। (মেয়াদ: ০১ সেপ্টেম্বর ২০১৭ হতে ৩০ জুন ২০২৩)। প্রকল্পভূক্ত সড়কের মোট দৈর্ঘ্য ১৫.৫০ কিমি। ইতোমধ্যে ১৪.০০ কিমি সড়কের কাজ সম্পন্ন হয়েছে। নীলফামারী শহরাংশে ভূমি অধিগ্রহণ কাজ শেষ পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হলে সড়কের এ অংশে কাজ সমাপ্ত করা সম্ভব হবে।
  • নীলফামারী-ডোমার (জেড-৫৭০৭) সড়ক (দৈর্ঘ্য ২২.৯৪৬  কিমি) ও বোদা-দেবীগঞ্জ (জেড-৫০০৩) (নীলফামারী অংশ) সড়ক (দৈর্ঘ্য ২.৯৫ কিমি)  এবং ফুলবাড়ী-পার্বতীপুর (জেড-৫৮৫৭) সড়ক (দৈর্ঘ্য ৫.৩৩৭ কিমি)  যথাযথমানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্প। ইতোমধ্যে বোদা-দেবীগঞ্জ এবং ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের কাজ সম্পন্ন হয়েছে। নীলফামারী-ডোমার সড়কের ৩টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। চলতি অর্থবছরে চলমান প্যাকেজ ৩টির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
  • ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ (জেড-৫৭০৬) (সড়কের দৈর্ঘ্য ২৮.৮০ কিমি), ডোমার-(বোড়াগাড়ী)-জলঢাকা (ভাদুরদরগাহ) (জেড-৫৭০৪) (সড়কের দৈর্ঘ্য ৭.৯০ কিমি) এবং জলঢাকা-ভাদুরদরগাহ-ডিমলা (জেড-৫৭০৩) (সড়কের দৈর্ঘ্য ১২.৩০ কিমি) জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প। (মেয়াদ: ০১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২৩)। ইতোমধ্যে ডোমার উপজেলার বোড়াগাড়ী হতে ভাদুরদরগাহ হয়ে জলঢাকা পর্যন্ত (৭.৯০+১২.৩০)= সর্বমোট ২০.২০০ কিমি সড়কাংশের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া প্রকল্পের আওতায় ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের ৪টি  বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু এবং ১৫টি কালভার্ট নতুন/পুনঃনির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ২৮.৮০ কিমি দীর্ঘ ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের কাজ ২টি প্যাকেজের আওতায় চলমান আছে। ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলে এ দুটি প্যাকেজের কাজ শেষ করা সম্ভব হবে।